আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা সোহরাব হোসেন সোহাগকে পিটিয়ে জখম করেছে বিএনপি কর্মীরা। এতে তার ডান হাত ভেঙে গিয়েছে। বর্তমানে সোহাগ কে রাজশাহী তাহেরপুরে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে সোহাগ নলডাঙ্গা বাজারে তার শ্বশুরের দোকানে যাচ্ছিলেন। এসময় নলডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে নলডাঙ্গার যুবদল কর্মী রুপচান সহ ৪ থেকে ৫জন বিএনপি কর্মী তাকে এলোপাথারি মারপিট করে হাত ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহীর তাহেপুরে একটি ক্লিনিকে ভর্তি করে।
আহত মোঃ সোহরাব হোসেন সোহাগ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও নলডাঙ্গা কেসমেন্ট থেকে নির্বাচিত সাবেক জেলা পরিষদ সদস্য।
এ বিষয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান বলেন, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সোহরাব হোসেন সোহাগ সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে নিশংস হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
Discussion about this post