স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে পূর্বচান্দরা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্থানীয় খেলার মাঠে এ জমকালো আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন পৌরসভার সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। তিনি বলেন, ‘এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবকে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।’ উদ্বোধক ছিলেন খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. বখতিয়ার। তিনি বলেন, ‘যুবসমাজকে ক্রীড়ামুখী করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিপুর নিউ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল আজিজ ইসলাম, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসিনা আক্তার জাহান বিথী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচটি ছিল অত্যন্ত রোমাঞ্চকর। দর্শকদের উল্লাস এবং খেলোয়াড়দের পারফরম্যান্সে পুরো মাঠ এক উৎসবমুখর আমেজে পরিণত হয়। আয়োজকরা জানিয়েছেন— টুর্নামেন্টটি দীর্ঘমেয়াদি আয়োজন, যেখানে ১৬টি দল অংশগ্রহণ করবে। এর লক্ষ্য স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের জন্য বড় মঞ্চ তৈরি করা। এদিকে স্থানীয় বাসিন্দারা এই আয়োজনের প্রশংসা করে বলেন, ‘এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত রাখবে। তারা আয়োজনটি নিয়মিত করার আহ্বান জানান।
Discussion about this post