নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে মাঠের চারপাশে ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ভেজাল ফলমূল, মিষ্টি, খাবার বিক্রির অভিযোগ ও ফুটপাত দখলমুক্ত রাখতে ৬টি দোকানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই নিয়ে ২৪ ঘন্টায় পৃথক ৪টি অভিযানে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হলো। সোমবার (২০ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় এসব অভিযান হয়।
জানা যায়, সোমবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরিন মাধবীর নেতৃত্বে স্থানীয় টঙ্গী স্টেশন রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় গ্রীন সুইটস এন্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, খাজানা শাহী বিরিয়ানীকে ৫০ হাজার টাকা ও ফুটপাতে দোকান বসানোর জন্য ৪ জন ফলের দোকানদারকে ১৫ হাজার টাকাসহ মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে গাজীপুর সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রোববার টঙ্গী বাজার ও স্টেশনরোড এলাকায় পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা ও দেড় টন পলিথিন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী বলেন, ইজতেমা উপলক্ষে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Discussion about this post