স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির উদ্যোগে স্বাধীনতার ঘোষক বহুতলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শ্রীপুর পৌর বিএনপি দোয়া মাহফিল ও কম্বল বিতরন অনুষ্ঠানের আয়োজন করেন। শ্রীপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায়, শেখ মারুফ আহমেদ এর সভাপতিত্বে, প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় পীরজাদা এস এম রুহুল আমিন সাহেব, উপজেলা বিএপপি’র সাবেক সভাপতি আব্দুল মোতালেব, গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌরসভার ৮ নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, শ্রীপুর পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন আহমেদসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Discussion about this post