স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ফ্রেন্ডস ফোরাম গাজীপুরের উদ্যোগে শনিবার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ফোরাম গাজীপুরের সভাপতি খোন্দকার শাহিদুল হক। প্রধান অতিথি ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার সিনিয়র ম্যানেজার নুরুল হক।
বিশেষ অতিথিv বক্তব্য রাখেন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার এসএকে রেজাউল করিম, উপদেষ্টা গাজীপুরের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের, যায়যায়দিনের প্রচার ব্যবস্থাপক বিললাল হোসাইন, ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু, যায়যায়দিনের বিশেষ প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কবি ও সাহিত্যিক আব্দুস সালাম বিন মান্নান, ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, ঢাকা আইডিয়াল ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, যায়যায়দিন পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি বায়েজিদ হোসেন, সদর গাজীপুর উপজেলা প্রতিনিধি আইয়ুব খান, মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রমুখ।
আরো বক্তব্য রাখেন ফ্রেন্ডস ফোরামের অর্থ সম্পাদক আমিন বিল্ডার্স ও ডেভেলপার্স কোম্পানীর চেয়ারম্যান নূর আক্কাস, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আওলাদ হোসেন তন্ময়, সমাজকল্যান সম্পাদক মো. রাসু। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তপন কুমার চক্রবর্তী ও সাহিত্য সম্পাদক দন্ত্যন লিটন এবং পরিচালনায় ছিলেন নূরে আলম সিদ্দিকী, ওমর ফারুক জিতু ও আফরোজা আক্তার সানি। এছাড়া বিভিন্ন উপজেলা প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের বন্ধুরাও উপস্থিত ছিলেন।
শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন দপ্তর সম্পাদক আল জাব্বির ও গীতা থেকে পাঠ করেন সদস্য ত্রেয়া চক্রবর্তী। আলোচনা শেষে গরীব অসহায় মানুষদের হাতে কম্বল ও শীতের চাদর বিতরণ করা হয়। প্রধান অতিথি সিনিয়র ম্যানেজার নুরুল হক ফ্রেন্ডস ফোরাম গাজীপুরের বন্ধুদের উদ্যোগের প্রশংসা করেন। ফ্রেন্ডস ফোরাম গাজীপুরের উপদেষ্টা গাজীপুরের জেল সুপার রফিকুল কাদের শত ব্যস্ততার মাঝেও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে স্বার্থক করেন এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে শীতার্তদের সহযোগিতা করেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি খোন্দকার শাহিদুল হক সবাইকে ধন্যবাদ জানিয়ে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রন জানান।
Discussion about this post