স্টাফ রিপোর্টার :: গাজীপুরের টঙ্গীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ মাগরিব টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপি বড় দেওড়া শিপন মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করে।
টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহাবুবুল আলম শুক্কুর।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, সদস্য সচিব ভিপি আসাদ্জ্জুামান নূর, আতিকুর রহমান আতিক, আবু বকর সিদ্দিক, নিশাত মাহমুদ জালাল, সাদেক হোসেন, এসএম মশিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাঙালি জাতির দিশারি। তিনি এ দেশের গণমানুষের কাছে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে সমাদৃত। তিনি একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও দেশের সংকটকালে বারবার ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হয়ে দেশকে সংকট থেকে মুক্ত করেছেন। পরে এক বিশেষ দোয়া মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।
Discussion about this post