আল আমিন, নাটোর প্রতিনিধি:- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার বেলা ১০ টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর জেলা বিএনপির আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,সদর থানা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জান আসাদ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষনা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বিরত্বের পরিচয় দেন।জিয়াউর রহমানের জন্মদিনে তার প্রদর্শিত পথেই আমরা আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হবো ও গণতন্ত্র ফিরে পাবো। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Discussion about this post