স্টাফ রিপোর্টার, টঙ্গী : গাজীপুরের টঙ্গী তিলারগাতি হাজী এমএ গণি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী ও পৈচাশিক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ৫২নং ওয়ার্ড প্রাইভেট স্কুল এসোসিয়েশন। আজ রোববার দুপুরে তিলারগাতি-সাতাইশ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রহমান, ৫২নং ওয়ার্ড প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: সাইদুল ইসলাম জনি, শামীম আহমেদ আকাশ, মনির হোসেন, আবুল হোসেন, নাজিম উদ্দিন মিয়া, হাজী মোহাম্মদ জয়নাল আবেদিন, সেলিম হোসেন, মোতালেব মিয়া, আলম হোসেন, ওমর ফারুক, রিয়াজ উদ্দিন, মাসুদ, মোক্তার হোসেন, বাবু, আশিকুর রহমান, হৃদয় হোসেন প্রমুখ।এসময় সাইদুল ইসলাম জনি তার বক্তব্যে বলেন, হামলাকারী আওয়ামী দোসর ও মাদক কারবারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি । অনতিবিলম্বে এ দাবি মেনে নেয়া না হলে টঙ্গীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে একদল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই শিক্ষকসহ আরও চারজনকে ব্যাপক মারধর করে আহত করে।
Discussion about this post