নিজস্ব প্রতিবেদক:: গণধর্ষণের পর ভিডিও ধারণ করে পরবর্তী সময়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে ব্ল্যাকমেইল করা চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
তারা হচ্ছে— মাসুম (২৫), শরীফ (২৩) ও ইস্রাফিল (২২)। শুক্রবার যাত্রাবাড়ীর ফলবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ধর্ষণসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সংঘবদ্ধ একটি চক্রের সদস্য। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অ্যাপের মাধ্যমে নারীদের ফাঁদে ফেলে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ভিডিও ধারণ করে। পরবর্তী সময়ে ধারণ করা ভিডিও পরিবারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে তাদের চাহিদা মোতাবেক বিভিন্ন সময়ে আবার ধর্ষণ করে এবং বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। মাসুম এ পর্যন্ত ১৬টি ঘটনার কথা স্বীকার করেছেন। কোনো ভুক্তভোগী এসব ঘটনায় অভিযোগ না করায় গ্রেপ্তাররা এতোদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরা-ছোঁয়ার বাইরে ছিল।
Discussion about this post