নিজস্ব প্রতিবেদক:: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি ৭ কোটি ৪২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে। আজ শনিবার সকালে শহরের ধুলিয়াখাল এলাকায় বিজিবি ক্যাম্পে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট ফকরুল ইসলামের সভাপতিত্বে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান। এরপর ২ হাজার ৮৮১ পিস ইয়াবা, ৩ হাজার ৪৮৮ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৮৫ ক্যান বিয়ার, ৯ হাজার ৭৭৫ কেজিসহ অনেক দেশি বিদেশি মদ রোলার দিয়ে ধ্বংস করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান জানান, জেলার চুনারুঘাট, মাধবপুর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত থেকে গত ২০২২ সালের ২৬ জুলাই থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
Discussion about this post