ল আমিন, নাটোর প্রতিনিধি :- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটা মানবিক দেশ না হবে, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলতেই থাকবে। এ লড়াইয়ে দেশের মানুষকে আমরা পাশে চাই। এদেশ হিন্দু-মুসলিম,বৌদ্ধ-খ্রীষ্টান সকলের। কাজেই সুন্দর দেশ গড়তে সবার সহযোগিতা লাগবে। আমরা এমন একটা দেশ গড়তে চাই যেখানে ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদাবাজি করবে না, হুমকি-ধামকি দিবে না, কেউ দখলবাজী করবে না, কেউ ঘুষ খাবে না। আর এমন দেশ গড়তে গেলে কোরআনের আইন চালু করতে হবে। আমাদের সন্তানেরা যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে তারা এমন বৈষম্যমুক্ত দেশ চায়। আমাদের সন্তানেরা যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছে, সে স্বপ্ন পুরণে আমরা অঙ্গীকারাবদ্ধ। সে স্বপ্ন পূরণে আমরা কারো কাছে মাথা নত করবো না। আমরা কখনও কোন দুরাচারের সাথে আপোষ করবো না। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাবার পথে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্ত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, জেলা জামায়াতেন অ্যাস্টিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক আব্দুল হাকিম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হোসাইন, নাটোর শহর আমীর রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী আবু বকর সিদ্দিক এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে জামায়াতের আমীর উপজেলার রাজাপুর বাজার ও ধানাইদহ বাজারে পৃথক পথসভায় বক্তব্য রাখেন। আজ শনিবার তিনি রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখবেন।
Discussion about this post