স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে ৪ শত অসচ্ছল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালের দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে শাহজালাল ইসলামি ব্যাংক ও বিএনপির উদ্যোগে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেনের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সদস্য সচিব রানা আহমেদ আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ্ উদ্দিন,পৌর যুবদল নেতা মনির হোসেন, তেলিহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের রইস উদ্দিন ফকির, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি খোকন মিয়া, গাজীপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রানা প্রতাপ, তেলিহাটি ইউনিয়ন যুবদল নেতা আল আমিন শেখ, শ্রীপুর উপজেলা জিয়া সাংস্কৃতিক জাসাসের আহ্বায়ক সদস্য আরিফুর রহমান, ছাত্রদল নেতা জাহিদ হাসান, মারুফ হাসান অপু, হাফিজ উদ্দিন প্রমূখ।
এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দীর্ঘদিন পর মানুষ প্রাণ ভরে নিশ্বাস নিতে পারছে। মানুষ স্বাধীন ভাবে মত প্রকাশসহ সকল কার্যক্রম চালাতে পারে। এখন জনগণের দাবি সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার।’
Discussion about this post