নিজস্ব প্রতিবেদক :: টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ^ ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছরের ন্যায় এবার নির্ধারিত সময়েই ইজতেমা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শনে এসে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইজতেমা মাঠে টয়লেট, ওয়াচ টাওয়ার, প্যান্ডেলসহ যাবতীয় কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ইজতেমা মাঠ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য মাইকিং করা হবে।
বিশ্ব ইজতেমার বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, ‘এই বিষয়টি জাতীয় বিষয়। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে বিদেশি মেহমানদের নিরাপত্তাসহ তাদের ইজতেমা নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন-, নামাজের কাতার, খুটি স্থাপন, সামিয়ানা টাঙানোসহ অনেক কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে ইনশআল্লা।
বিশ^ ইজতেমার প্রথম পর্ব আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি শেষ হবে। মাঝে চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমা ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে।
Discussion about this post