গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জিন্নাত জাহান তুলি।
এ সময় উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন ভূঁইয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বলরাম চন্দ্র বণিক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় তিনজন উপকারভোগীকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা ঋণ প্রদান করা হয়।
Discussion about this post