মজনুর রহমান আকাশ, মেহেরপুর:: মেহেরপুরের গাংনীতে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এবারের প্রতিপাদ্য ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ^ময়’। গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সাদ্দাম হোসেন ও উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ। প্রধান অতিথী পায়রা উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ও স্টল ঘুরে ঘুরে দেখেন। এবারের মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি স্টল ঠাঁই পেয়েছে। এ প্রযুক্তি মেলাটি বৃহষ্পতিবার পর্যন্ত চলবে।
Discussion about this post