গাজীপুর প্রতিনিধি:: শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান বলেছেন,’ যুব শক্তি যেকোনো দেশের উন্নয়নে অপরিহার্য অনুষঙ্গ। আর বিএনপি যেহেতু দেশ ও মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে সেহেতু যুবদলের ভূমিকা স্বচ্ছ থাকতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে সেবামূলক কার্যক্রমে যুবদলের ঐতিহ্য রয়েছে। বর্তমানে তারেক রহমানের নির্দেশনায় আমরা মাঠে রয়েছি দেশকে ভালো কিছু দেওয়ার জন্য।’
তিনি বলেন, ‘৫ আগস্টে ছাত্র আন্দোলনের সময় যুবদলের আমার ভাই ও সহকর্মীরাই বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়ে আন্দোলনে নেমেছেন। এরআগেও স্বৈরাচার আওয়ামী লীগের দেওয়া মামলা হামলার সম্মুখীন হয়েছেন। এখন বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
আবু তাহের প্রধান আরও বলেন, ‘আওয়ামীলীগ সরকার তাদের ক্ষমতা ধরে রাখার জন্য যাকেই বাধা মনে করতো, তাকেই হামলা-মামলা ও জেলে রেখে নির্যাতন করতো। আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষের মধ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে মানুষকে জাগ্রত করে দিয়েছেন। তার এ নেতৃত্বের ফলে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থানের প্লাটফর্ম তৈরি হয়েছিল। এখন আসুন, সবার ঐক্যে নতুন ভাবে পাওয়া স্বাধীন দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করি।’ সোমবার বিকেলের দিকে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়ে মাস্টার বাড়ি এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন মিস্টার, পৌর যুব দলের সদস্য জহিরুল ইসলাম, পৌর জাসাসের যুগ্ম আহবায়ক আরেফিন আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাপ্পি সরকার, ছাত্রদলের যুগ্ম আহবায়ক তুহিন প্রধান প্রমূখ। এসময় পৌর ও উপজেলার একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Discussion about this post