গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরে জিবিজির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভাওয়ালগড় ইউনিয়ন এলাকার ৩শতাধিক মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মো. রফিকুল ইসলাম, গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর মো. শরিফুল ইসলাম ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মো. মুয়াজ, স্থানীয় পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) গরীব ও দুঃস্থ দের মাঝে খাবার, ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যানমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতে বিজিবির এধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।
Discussion about this post