নিজস্ব প্রতিবেদক:: ব্যাংকিং সুবিধাসহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত সকল কারখানা খুলে দেওয়া এবং প্রায় ৪০ হাজার শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের জীবন বাঁচানোর দাবিতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় আশুলিয়ার নবীনগর থেকে বাড়ইপাড়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে শান্তিপূর্ণ এ মানববন্ধন কর্মসূচি পালন করে বেক্সিমকোর সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা ১১টা মানববন্ধন চলমান রয়েছে।
শ্রমিকরা জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানাগুলো বন্ধ হওয়ার কারণে প্রায় ৪০ হাজার শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীর পরিবার দূর্বিষহ জীবন যাপন করছে। তাই তাদের দাবি বন্ধ হওয়া সকল কারখানা খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধাসহ নানা দাবি জানিয়ে তারা আজ মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু জানান, সরকারের উচিত হবে শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে শ্রমিকদের স্বার্থে একটা সুষ্ঠু সমাধান বের করা। যাতে করে এই শ্রমিকদের সড়কে নামতে না হয় এবং এবিষয়টিকে কেন্দ্র করে কোন তৃতীয় পক্ষ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে দিকে প্রশাসনের কঠোর নজরদারি রাখার আহ্বান জানান তিনি।
Discussion about this post