আল আমিন, নাটোর প্রতিনিধি :- “এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই” এই স্লোগানে নাটোরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১১ টায় নাটোর সদর উপজেলা পরিষদ চত্তরে এই কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি কমিশনার ভূমি, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা কৃষি অফিসার সহ অন্যান্য দফতরের সরকারি কর্মকর্তাগন। পরে উপজলা পরিষদের হলরুমে দুই দিনব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার।মেলায় উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। মেলায় শিক্ষার্থীদের জন্য অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আগামীকাল মেলা সমাপ্ত হবে।
Discussion about this post