টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :: টঙ্গীতে ফায়ার সার্ভিস কমিউনিটি ভলান্টিয়ারের উদ্যোগে ছিনতাই চুরি অবৈধ ফুটপাতে দোকান পাট, গাড়ি পার্কিং বন্ধের দাবিতে মানববন্ধন ফায়ার সার্ভিসের কর্মীসহ ভুক্তভোগিরা। এ সময় বক্তারা বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে সন্ধ্যা হলেই শুরু হয় ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধ। বিশেষ করে অবৈধ ফুটপাত ও অবৈধভাবে আল বারাকা বাস ও হিমালয় বাস থাকার কারনে এইসব অপরাধকর্মকান্ড সংঘটিত হচ্ছে। তারা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান । বক্তারা আরো বলেন, অবৈধ বাস পার্কিং ও ফুটপাতের দোকান উঠিয়ে দিয়ে ছিনতাই,চুরি রাহাজানি থেকে সাধারণ নিরাপদে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী ফায়ার ষ্টশন সিনিয়র অফিসার মোঃ শাহীন আলম, টঙ্গী ফায়ার সার্ভিস কমিউনিটি ভলান্টিয়ার টিম লিডার মোঃ শাকিল খান,সহকারী টিম লিডার ফায়ার ভলান্টিয়ার মোঃ রনি খান, টঙ্গী পূর্ব থানার বিএনপির সহ সভাপতি মোঃ রমজান হোসেন বিল্লাল, মোঃ মৃদুল, মোঃ আলাউদ্দিন খান, জাগ্রত তরুণ ফাউন্ডেশনের নেতা কর্মী ও বৈষম্য ছাত্ররা।
Discussion about this post