আল আমিন, নাটোর প্রতিনিধি :- বিভিন্ন দাবিতে নাটোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ১২ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর জেলা বিডিআর কল্যাণ পরিষদ-এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা পিলখানায় নির্মম হত্যাকান্ডের পরিকল্পনাকারি ইন্ধনদাতাসহ প্রকৃত হত্যাকারীদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার দাবী করেন। বক্তারা আরোও বলেন, তৎকালীন সরকারের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত-প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টে গণহারে গ্রেপ্তার ও অন্যায়ভাবে গণহারে সাজা দেওয়া হয়েছে। পিলখানায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ৫৭ জন সেনা অফিসার সহ ৭৪ জন হত্যাকান্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা এবং বন্দি সকল বিডিআর সদস্যদের মুক্তির দাবী জানানো হয়। প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা যেমন: রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি সহ পুণরায় চাকুরিতে পুনর্বহাল বা যোগদান করাতে হবে। তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা অবশ্যই বাদ দিতে হবে। তারা বলেন,এ দাবী সমূহ এদেশের ১৮ কোটি গণ মানুষের দাবী, সুশীল সমাজের দাবী, এই দাবী সর্বস্তরের ছাত্র জনতার দাবী। মানববন্ধনে নাটোর জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা অংশগ্রহণ করেন এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।
Discussion about this post