গাজীপুর প্রতিনিধি : রাজনীতির হাতে খড়ি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সবুজ চত্ত্বর থেকে। তখনকার সময়ে হাতেগোনা কয়েকজন ছাত্রদলের পতাকা তলে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতো। তখন কার সময়ে বিএনপির রাজনীতির প্লাটফর্মই ছিল গাজীপুরের সাবেক গাছা ও বাসন ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে। বলছি বিএনপির এক অপরাজয় ব্যক্তি হাজী মোহাম্মদ আলী কথা। যেকিনা ছাত্রদলের আন্দোলন সংগ্রামে অগ্রভাগে নেতৃত্ব দিয়ে যুবদলের রাজনীতি অতিক্রম করে বিএনপির পতাকা তলে অধিষ্ঠিত হয়ে আজ দলের গাছা থানা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ও ৩৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিগত ১৭ বছর ধরে বিভিন্ন মামলা হামলার শিকার হয়ে মানবেতর জীবন যাপন করেন এই অপরাজয় নেতা হাজী মোহাম্মদ আলী। তিনি আওয়ামী সরকারের দুঃশাসনের প্রতিবাদ করতে গিয়ে পরিবার পরিজন ও নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে পড়ছেন ফ্যাসিবাদের রোসানালে।
এছাড়াও বিভিন্ন সময় শারীরিক ও মানসিক আঘাত পেয়ে হাসপাতালের বিছানায় কাটিয়েছেন দিনের পর দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সব সময় রাজনীতির মাঠে ছিলেন হাজী মোহাম্মদ আলী। তিনি গত ৫ই আগষ্টের আগে বিভিন্ন আন্দোলন সংগ্রামে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে ছিলেন। বর্তমানে ছাত্র-জনতার গন অভ্যুত্থানের পর দেশে শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে। বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা প্রকাশ্যে তাদের অভিমত প্রকাশ করছে। কিন্তু ৫ই আগষ্টের পর কিছু বিপথগামী নেতাকর্মীরা দলের নির্দেশ অমান্য করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখল, অত্যাচার, নির্যাতন, জুট ব্যবসা সহ মানুষের ঘর বাড়ি দখলের করছে। তারই অংশ হিসেবে গাছা থানার বিভিন্ন এলাকায় ফ্যাসিস সরকারের দোসররা বিএনপি’র নামধারী নেতাকর্মীদের সাথে মিলে মানুষের উপর অত্যাচার করে চাঁদাবাজি ও দখল-বাণিজ্যে করেছে।
এমনকি নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য গাছা থানা বিএনপির র্শীর্ষ নেতাই নিজের কর্মীদের ব্যবসার দখল নিতে মরিয়া। নাম প্রকাশ করার না শর্তে গাছা থানার ৩৩ নং ওয়ার্ড বিএনপির এক নেতা বলেন, আমাদের গাছা থানার কয়েকজন বড় নেতা বিভিন্ন ফ্যাক্টরীতে গিয়ে এবং তার প্রতিনিধি পাঠিয়ে অন্যের ব্যবসা নেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে। গাছা থানার ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলেন, আমরা দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রাম করে ছাত্র-জনতার মাধ্যমে সফল হয়েছি। বিগত দিনের কর্মকান্ডে দল আমাকে মূল্যায়ন করেছে।
এগুলো আমাদের কিছু নেতাকর্মী আছে তারা প্রতিহিংসার রাজনীতি করে আমার পাহাড় সমান জনপ্রিয়তা দেখে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হাত দিতে চায়। ৫ ই আগস্টের আগে ও পরে একই প্রতিষ্ঠানে ব্যবসা করলেও এখন ভয়ভীতি কাজ করছে।
Discussion about this post