মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার একটি কবরস্থান থেকে হাত-পা বাধা অচেতন অবস্থায় সেনাবাহিনীর পোশাক পরিহত ১ ব্যাক্তি উদ্ধার হয়েছে।
শনিবার সকালে চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মওলা কবরস্থানের মধ্যে একজনের হাত-পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।পুলিশ জানায়, উদ্ধারকৃত ব্যাক্তির নাম শরিফুল ইসলাম শান্ত।তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায। সে সেনা সদস্য কিনা যাচাই করা হচ্ছে।কি কারণে সে চুয়াডাঙ্গায় এসেছিলেন তা জানা সম্ভব হয়নি। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে কোন মহল এ ঘটনা ঘটাতে পারে।
Discussion about this post