গাজীপুর প্রতিনিধি: বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে টঙ্গীতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি নেতা-কর্মীরা। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নুরুল ইসলাম সরকারের বড় ভাই বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
নুরুল ইসলাম সরকার মুক্তি পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা সালাহউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, নুরুল ইসলাম সরকারের ছেলে শাহানুর ইসলাম রনিসহ বিএনপির নেতা-কর্মীরা।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশ শেষে দুপুর বারোটার দিকে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ গেট থেকে বের হয়ে গাজীপুর হয়ে ফের টঙ্গী কলেজ গেট এসে শেষ হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বিএনপির একটি কর্মসূচির ছিল। এই কর্মসূচির পালনের কারণে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে তা স্বাভাবিক হয়ে গেছে।
উল্লেখ্য, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার প্রায় ২ দশকের বেশি সময় ধরে কারাগারে বন্দি রয়েছেন। ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে নুরুল ইসলাম সরকারের পরিবার ও বিএনপির নেতাকর্মীরা তার মুক্তি দাবি করে নানা কর্মসূচি পালন করে আসছেন।
Discussion about this post