জাকারিয়া আল মামুন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্য বালিয়া কাঠালিয়া পাড়া এবং ২ ওয়ার্ডের গড়পারা এলাকার অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পলাশ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ নরসিংদী জেলা কমিটির সভাপতি আলহাজ্ব ফজলুল কবির জুয়েল। ১০ই জানুয়ারি শুক্রবার দিনব্যাপী ঘোড়াশাল পৌরসভার ২টি ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে ছুটে ছুটে অসহায় অবহেলিত প্রায় ১ হাজার মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। ফজলুল কবির জুয়েল বলেন যতদিন শীত থাকবে তত দিন তা চলমান থাকবে। তাছাড়াও বিগত এক মাসে ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন এলাকার প্রায় ৫ হাজার অসহায় অবহেলিত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরন করেন। জনসাধারণের মাঝে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের দেওয়া ৩১ দফার প্রচার করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ শিল্পাঞ্চল সরকারী কলেজের আহবায়ক: সারোয়ার হোসেন, সদস্য সচিব: রাব্বি, যুগ্ন-আহবায়ক: ফয়সাল, নাজমুল, রিজন। শ্রমিক নেতা: মোকতার, যুবনেতা: বিল্লাল, জহিরুল, সুমন, শাকিল, সাদ্দাম এবং বিএনপির নেতা: সালাম কমিশনার, মোশাররফ, জাকির, আশরাফ, মিঠু, ফারুক, মোজাম্মেল, তপু,সুমন, জোনায়েত সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। প্রধান অতিথি ফজলুল কবির জুয়েল বলেন, বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে তারা দলের কেউ নয়। বিএনপির কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে তাকে ধরে আইন- শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। বিএনপির জনগণের প্রত্যাশা অনুাযায়ী গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রয়েছে। আধুনিক ঘোড়াশাল পৌরসভা বিনির্মাণে আলহাজ্ব ফজলুল কবির জুয়েল আগামি ঘোড়াশাল পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী সকলের নিকট দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছেন। তিনি বিগত দিনেও অসহায়দের পাশে ছিলেন এবং আগামী দিনেও থাকবেন।
Discussion about this post