আশরাফুল ইসলাম আসাদ, ঝিনাইদহ প্রতিনিধি: টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতকালে ঘুমন্ত ৪ জনকে হত্যা ও শত শত সাথীদের আহতের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরের পায়রা চত্তরে জেলার ওলামা মাশায়েখ ও সর্ব স্তরের তৌহীদী জনতা বেনার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে আয়োজিত এ সমাবেশে অংশ নেই। এসময় বক্তারা বলেন, গত ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) গভীর রাতে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতকালে মাঠে ঘুমন্ত, এবাদতরত শুরায়ী নেজামের সাথীদের উপর ইসরাইলের “মোসাদ” এবং ভারতের “র” এর বাংলাদেশের এজেন্ট সাদপন্থী ওয়াসিক গং এর খুনি সন্ত্রাসী বাহিনী পরিকল্পিত ও অতর্কিত হামলা চালিয়ে ৪ জনকে হত্যা এবং শত শত সাথীকে আহত করা হয়েছে। এসব খুনিদেরকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তি কার্যকর সহ তাদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে।
এছাড়াও প্রতিবাদ সমাবেশে বক্তারা সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে চার দফা দাবি উত্থাপন করেন। চার দফা দাবি হল, ইজতেমার ময়দানে হামলাকারী, হত্যাকারী, খুনি, সন্ত্রাসীদের গডফাদার সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা, আব্দুল্লাহ মানসুর, ডঃ এরতেজা হাসান, রেজা আরিফসহ সকল গংদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। ১৭ ডিসেম্বর রাতে ঝিনাইদহ জেলা হইতে চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আব্দুর রউফের নেতৃত্বে ওজোপাডিকোর উপ-সহকারী প্রকৌশলী আব্দুল জলিল, কেসি কলেজের অর্থনীতির সহকারী অধ্যাপক শাহিনুর ইসলাম, ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজের প্রভাষক ওলিয়ার রহমানসহ যারা খুনিদের সহযোগিতা করতে টঙ্গীর ময়দানে গিয়েছিল তাদের বিচারের আওতায় আনতে হবে এবং উল্লেখিত ৪জনকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। ঝিনাইদহ জেলা মারকাজ মসজিদে সাদ পন্থী খুনিদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং কাকরাইল মসজিদেও সরকারের পক্ষ থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তাই জেলার সকল মসজিদেও দাওয়াতের নামে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অনতিবিলম্বে এই দাবিগুলো না মানা হলে আগামী ২৫ জানুয়ারি (শনিবার) ঢাকায় বিশাল ওলামা সম্মেলন থেকে কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন বক্তারা। বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলাম ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মুফতি আরিফ বিল্লাহ কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান তাবলীগের অন্যতম সাথী মাওলানা মুদ্দাসির, হেফাজতে ইসলামের অন্যতম নেতা মুফতি অলিউর রহমান, পাবলিক হেলথ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবু আমেরা, হেফাজতে ইসলাম কোটচাঁপুর শাখার সভাপতি মুফতি আমানুল্লাহ, তাবলীগের অন্যতম সাথী মোঃ আব্দুল হামিদ বিশ্বাস, মাওলানা ইকবাল হোসেন ও নতুন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব শায়খ মুসাহিদ আলী চকমপুরি, ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলার সভাপতি ডাক্তার এইচ এম মমতাজুল করিম, হেফাজতে ইসলাম ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি যুবায়ের হোসাইন ও তাবলীগের অন্যতম সাথী মোহাম্মদ আলমগীর হোসাইন, প্রমুখ।
Discussion about this post