নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আধাকেজি গাজাসহ ২ জন ও ৪৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন-মাওহা ইউনিয়নের কুমড়ি গ্রামের মৃত-আব্দুল মোতালিবের ছেলে মোঃ ফারুক মিয়া, ভূটিয়ারকোনা বাজারের মোঃ আশরাফ উদ্দিনের ছেলে মাসুদ মিয়া ও মাদক ব্যবসায়ী তপনকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গৌরীপুর থানা পুলিশের একটি দল মাওহা ইউনিয়নের রঙ্গিলাশাহ মাজার প্রাঙ্গন থেকে আধা কেজি গাজাসহ ২ জনকে গ্রেফতার করে। অপর দিকে একই রাতে এসআই খোরশেদের নেতৃত্বে একটি পুলিশ দল নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর পৌর শহরের উত্তর বাজারে অভিযান চালিয়ে তপনকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করে।
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসাস ইনচার্জ মীর্যা মাযহারুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post