স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সদর উপজেলার মুক্তিযোদ্ধা কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করেন জেলা জামায়াত। জামায়াতের গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা বিগত ১৭ বছর আইয়ামে জাহিলিয়ার যুগে বসবাস করেছি। হত্যা, নির্যাতন, জুলুম কি না করেছে বিগত আওয়ামী লীগের সরকার। দূর্নীতি করে টাকা পাচার করা, ঘুম খন সহ নিরপরাধ মানুষ গুলোকে মিথ্যা অপরাধী সাজিয়ে ফাঁসি দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আবার ঘুরে দাড়িয়েছে। ইনশাআল্লাহ দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার লক্ষ্য জামায়াত কাজ করে যাবে।
উক্ত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী। এছাড়াও জেলা ও উপজেলার নেতৃস্থানীয়রা বক্তব্য রাখেন।
Discussion about this post