নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কিরাত ও আজান প্রতিযোগিতা-২০২৫ ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বাশার এর শাহীন মসজিদে আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি সমাপ্ত হয়। প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনী সদর দপ্তর (ইউনিট) এর এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিমানসেনা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত ৮ জানুয়ারি বিমান বাহিনী সদর দপ্তর (ইউনিট) এর এয়ার অধিনায়ক এয়ার কমডোর মোঃ শফিকুল ইসলাম উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ২ দিন ব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭টি দল অংশগ্রহণ করে।
Discussion about this post