নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরে ডলার সংকটে এবং বিগত এক বছরের অধিক কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হওয়ায় পলিকন লিমিটেড (প্লাস্টিক পণ্য উৎপাদনকারী) কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ওই কারখানার মূল ফটকে বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।
পলিকন লিমিটেড কারখানার নির্বাহী পরিচালক ফয়সাল জহির স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয় ডলার সংকট, বিগত এক বছরের অধিক কাঁচামাল আমদানি করতে ব্যর্থ এবং বিগত ২০২৩ সালের জুন মাস থেকে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে কারখানার উৎপাদন ৮০ ভাগ কমে যায়। আগামী তিন মাসের (৯০ দিন) মধ্যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ধাপে ধাপে শ্রমিক-কর্মচারীদের সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ব্যাংকের লোন, বকেয়া স্যালারি, গ্যাস বিল, বিদ্যুৎ বিল কোনোটাই সঠিকভাবে বিগত আড়াই বছর যাবৎ শোধ করতে না পারায় আমাদের ৪০ বছরের প্রতিষ্ঠান বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
পলিকন লিমিটেডের কাটিং সেকশনের হেলপার সাইফুল ইসলাম বলেন, ‘১৭ বছর যাবৎ এই কারখানায় চাকরি করি। গতকালও (বুধবার) আমরা ডিউটি করেছি। সকালে অফিসের গেটে এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পাই। চার মাসের বেতন বকেয়া রয়েছে।’
মেকানিক্যাল সেকশনের শ্রমিক জাহাঙ্গীর আলম বলেন, ‘৩৭ বছর ধরে এই কারখানায় চাকরি করি। কারখানা কর্তৃপক্ষ হঠাৎ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে না খেয়ে মরতে হবে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর এবং ডিসেম্বরের মাসের বকেয়া বেতন না দিয়েই কারাখানা বন্ধ করে দিয়েছে। আমাদের পাওনা পরিশোধ করে বন্ধ ঘোষণা করতে পারতো কর্তৃপক্ষ।’
গাজীপুর শিল্পপুলিশ-২-এর কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান বলেন, ‘মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামী রবিবার (১২ জানুয়ারি) নভেম্বর মাসের বেতন পরিশোথ করা হবে। সোমবার (১৩ জানুয়ারি) শ্রমিকদের সঙ্গে কথা বলে পরবর্তীতে তাদের সব বকেয়া পরিশোধ করা হবে। আমাদের শিল্পপুলিশ কারখানার সামনে অবস্থান করছে এবং পরিবেশ স্বাভাবিক রয়েছে।
Discussion about this post