নিজস্ব প্রতিবেদক:: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে পিরোজপুর ইউনিয়ন পরিষদ।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রশাসনিক কর্মকর্তা মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার কাজল তন্ত্র পাল, ইউপি সদস্য নাছিমা আক্তার পলি ও রুনা আক্তারসহ অন্যান্যরা।
কর্মশালায় প্রধান অতিথি পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ‘আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। আমরা আশাকরি এই কর্মশালার মধ্যদিয়ে নতুন প্রজন্ম নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ কর্মশালায় স্থানীয় গণমাধ্যম কর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post