স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের ৩১ নং ওয়ার্ডের দাখিনখান পশ্চিম পাড়া কাটারিয়ার টেক এলাকায় হযরত গজালী শাহ্ মাজার কমিটির উদ্যোগে ১০৭তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকেই নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়। নাগরদোলাসহ বিভিন্ন মেলার দোকানের পসরায় তিল ধারণের ঠাঁই ছিল ছিল না মাজার চত্বরে। কর্মসূচিতে ছিল দোয়া মাহফিল, গণভোজ ও বিচার গান। পাগল রফিক ও সম্পা দেওয়ানের মধ্যে গুরু শিষ্য বিচার গান পালা যুদ্ধ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড. মোহাম্মদ সহিদউজ্জামান।
সহযোগিতায় ছিলেন-গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, ৩১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কৌশিক আহমেদ, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান। পৃষ্ঠপোষকতায় ছিলেন- কাস্টমস অফিসার ও ক্যাপ্টেন (অব.) হারুন অর রশিদ। পরিচালনায় ছিলেন-মাজার কমিটির সাধারণ সম্পাদক ও পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল।
Discussion about this post