স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে জাল টাকার নোটসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ঝালকাঠি জেলার নলছিটি থানার কাটাখালি গ্রামের রুস্তম আলীর ছেলে মো. মাসুদুল হক বাদল (৫২), ফরিদপুর জেলার সালথা থানার জয়কাল গ্রামের মৃত রুস্তম খার ছেলে আব্দুর রহমান (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন কাজী মার্কেট এলাকার একটি ফলের দোকান থেকে মাসুদুল হক বাদল ও আব্দুর রহমান প্রতারণার মাধ্যমে জাল টাকা দিয়ে ফল কেনার সময় দোকানদারের সন্দেহ হলে টাকা পরিবর্তন করে দিতে বলেন। এ সময় টাকা পাল্টে না দিয়ে বিভিন্ন রকম তালবাহানা করতে থাকেন তারা। পরে তাদেরকে জনতা আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুদুল হক বাদল ও আব্দুর রহমানের দেহ তল্লাশি করে ১ হাজার টাকার নয়টি নোট ও ৫শ’ টাকার একটি নোটসহ মোট সাড়ে ৯ হাজা টাকা মূল্যের জাল নোট উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, জাল টাকাসহ প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post