আল আমিন, নাটোর প্রতিনিধি :- নতুন কমিটি প্রকাশ হওয়ায় আনন্দ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় এই আনন্দ মিছিল করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার আয়োজনে সংগঠনটির নাটোর জেলা শাখার আহ্বায়ক কমিটি প্রকাশিত হওয়ায় আনন্দ মিছিল বের করা হয়। পরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যাকাণ্ড, ফেলানী হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মাদ্রাসা মোড় হতে প্রেসক্লাব চত্তর হয়ে নীচাবাজার ঘুরে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন পরিসম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার আহ্বায়ক জনি প্রামাণিক, সদস্য সচিব মশিউর রহমান ফুঁয়াদ, যুগ্ম আহবায়ক অনিক সরকার, মুখপাত্র জান্নাতুল ফেরদৌস মাহী প্রমূখ।
Discussion about this post