স্টাফ রিপোর্টার, টঙ্গী: টঙ্গীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মঙ্গলবার বিকেলে উত্তর আউচপাড়া খাঁ-পাড়া বিদ্যানিকেতন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক শেখ মোহাম্মদ সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, সদস্য সচিব রাতুল আহমেদ ভূঁইয়া। এতে আরও উপস্থিত ছিলেন রাশেদুল ইসলাম রাকিব, ফয়জুল ইসলাম পলাশ, পারভেজ মারুফ, আলম খান, আব্দুল হান্নান, ইকবাল হোসেন, আনিসুর রহমান, আব্দুর রশিদ সোহেল,তামজিদ, মেহেদি হাসান আরিফ, সাফিউল ইসলাম শান্ত, সাব্বির আহমেদ শুভ, মুহিন উদ্দিন, ফরহাদ হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ। পরে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত শেষে এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Discussion about this post