নিজস্ব প্রতিবেদক:: পশ্চিম বগুড়ার সন্ত্রাসী কালাম বাহিনীর প্রধান আবুল কালাম ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে দুপচাঁচিয়া থানার গুনাহার ইউনিয়নের তালুচ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ এতথ্য নিশ্চিত করেছেন।
যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- তালুচ গ্রামের কালাম বাহিনীর প্রধান আবুল কালাম (৩৮), আব্দুর রহিম (৩৫), ইয়াছিন (৪০) ও বাবলু ওরফে বাবু (৩৬)। তাদের হেফাজত থেকে একটি রিভলবার, আটটি চাপাতি, নয়টি দেশিয় ছোড়া, রামদা, দুটি লম্বা দা জব্দ করা হয়। এছাড়াও কালামের বাড়ি থেকে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আবুল কালাম এবং তার সহযোগীরা মিলে এলাকায় কালাম বাহিনী নামে একটি দল গড়ে তোলে। তারা দীর্ঘদিন ধরে পশ্চিম বগুড়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ, লুট, মাদক চোরাচালান, গুম, খুন বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল। পুলিশের তথ্যমতে আবুল কালাম বিভিন্ন থানায় ২৭ টি মামলার এজাহারভুক্ত আসামি। অপর তিনজনের নামে একাধিক মামলা চলমান রয়েছে। যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারের পর তাদের দুপচাচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়াধীন।
Discussion about this post