স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার ড. ফরিদুল আলমের সঞ্চালনায় এ অভিষেক অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিজয়ী হয়ে শপথ নেন সভাপতি মোহাম্মদ সোহেল সাদাত, সাধারণ সম্পাদক ড. দেবজিৎ রায় ও বিভিন্ন পদে নির্বাচিত সদস্যগণ। শপথবাক্য পাঠ করান সাবেক সভাপতি শহীদুল আলম ঝিনুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শহীদুল আলম ঝিনুক, উপদেষ্টা পরিষদের সভাপতি এম এ মাহমুদুর রহমান, সাবেক সভাপতি হেলাল উদ্দিন আহমেদ ও ডুয়েট স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম (গাংচিল) এর সাধারণ সম্পাদক মাইমুল হাসানসহ অন্যান্য নেতারা। বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের নবনির্বাচিত সভাপতি ও শিন শিন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল সাদাত বলেন, বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর দেশের বিশেষত গাজীপুরের আর্থসামাজিক উন্নয়নে অনন্য অবদান রেখে চলেছে। নবনির্বাচিত নির্বাহী পরিষদ সমিতির কার্যক্রম আরও বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Discussion about this post