নিজস্ব প্রতিবেদক:: নীলফামারীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলফামারী ব্যাটালিয়নের উদ্যোগে কম্বল বিতরণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের মনির উদ্দিন দাখিল মাদরাসা প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি। নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক জসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাধিক দুঃস্থ মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।
বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি জানান, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কষ্ট পাচ্ছে অসহায় মানুষ। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সদর দফতরের নির্দেশনায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়।
নীলফামারী সদরে ১১০ জন এবং সীমান্তবর্তী এলাকায় ২’শ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Discussion about this post