আল আমিন,নাটোর প্রতিনিধি :-বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অতি দ্রুত সময়ে জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
আজ সোমবার বিকেলে শহরের তেবাড়িয়া হাট এলাকায় শহীদ রাকিব ও রায়হানের ১০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন,বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবী দ্রুত নির্বাচন দিন। আগামী জুন মাসে জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন। সেইসাথে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। নির্বাচিত সরকার তাদের শাসনের মাধ্যমে দেশের আইন-শৃংখলা আবারো স্বাভাবিক হবে।
জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহব্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজ, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ। পরে ১ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Discussion about this post