নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন সুজন (৩৪) মোজাহিদ ওরফে রকি (২৮) মো. অনিক (২২) ও মো. বিল্লাল হাওলাদার (২৮)।
রোববার গুলিস্তান পাতাল মার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পল্টন থানা এলাকার গুলিস্তান পাতাল মার্কেটের সামনে কয়েক জন ছিনতাই করার জন্য অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। পরে অভিযান পরিচালনায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা ও মাদকের একাধিক মামলা রয়েছে।
Discussion about this post