স্টাফ রিপোর্টার, গাজীপুর :: তা’মীরুল মিল্লাত ক্যাম্পাসে সোমবার সকাল ১১টার দিকে শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে ইকবাল কবির ও সেক্রেটারি হিসেবে সাইদুল ইসলামকে মনোনীত হয়েছেন।
২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ইকবাল কবিরকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ইকবাল শাখা সেক্রেটারি হিসেবে সাইদুল ইসলামকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।
Discussion about this post