আল আমিন, নাটোর প্রতিনিধি : -নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইসমাইল হোসেন (৫৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী সুলাইমান ওরফে ছুরমান (৩৪)। আজ সোমবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়ীয়া খামার এলাকার মৃত শামসুল হকের ছেলে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।
ওসি আমিনুল হক জানান, ভোরে নিহত ইসমাইল হোসেন ও ছুরমান মোটরসাইকেলযোগে নিজ বাড়ী থেকে বাগাতিপাড়ার দয়ারামপুরে যাচ্ছিলেন। পথে বাগাতিপাড়া উপজেলার হিজলি দীঘাপাড়া এলাকায় পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তার উপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষনা করেন।
Discussion about this post