রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃগাজীপুরে শ্রীপুরে উপজেলার মাওনা চৌরাস্তা মজনু ফকিরের মার্কেটে শ্রমিকদলের অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যা’র পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শ্রীপুর পৌরসভা ৮নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও বিএনপির সভাপতি মোঃ ইজ্জত আলী ফকিরের সভাপতিত্বে পৌর শ্রমিকদলের নেতা মোঃ মজনু ফকিরের সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল কালাম বাচ্চু, পৌর শ্রমিকদলের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
মাওনা চৌরাস্তা মজনু ফকিরের মার্কেট সংলগ্ন মাওনা টু গাজীপুর ভায়া মধুপুর অটো সিএনজি পিকাপ ড্রাইভার ইউনিট ও মাওনা টু কালিয়াকৈর সিএনজি ড্রাইভার ইউনিট শ্রমিক দলের অফিস উদ্বোধন করা হয়েছে।
এসময় শ্রমিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post