স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজন মারা গেছেন। রবিবার (৫ জানুয়ারি) রাজশাহী-জয়দেবপুর রেললাইনের মৌচাক ধোপাচালা এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তারা। তাদের পরিচয় পাওয়া যায়নি। নিহত বৃদ্ধের (৬০) পরনে নীল সাদা চেক লুঙ্গি ও গায়ে নীল রঙের চাদর ছিল। নিহত নারীর (৪৫) পরনে লাল খয়েরি রঙের ম্যাক্সি ও কালো পায়জামা ছিল।
স্থানীয় সূত্র জানায়, ধোপাচালা এলাকায় রবিবার দুপুরে এক বৃদ্ধ রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী একতা এক্সপ্রেস নামের দ্রুতগতির একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্যদিকে নছর মার্কেট এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। জয়দেবপুর রেলওয়ে পুলিশের ইচার্জ নাদিম উজ্জামান জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
Discussion about this post