আল আমিন,নাটোর প্রতিনিধি :- নাটোরের সিংড়ায় বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া রাস্তার ধারে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করেন এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ।
উল্লেখ্য এনায়েত করিম রাঙ্গা ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক জিয়া পরিষদ (জিসাপ) এর আহবায়ক ও ঢাকাস্থ নাটোর জেলা সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক।
মানববন্ধনে ডাহিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম মৃধা, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শের আলী, স্থানীয় শিক্ষক শরিফুল ইসলাম, গ্রাম প্রধান রইচ উদ্দিন, বাহার উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গার সহধর্মিনী উম্মে সালমা পাপিয়া, ভুক্তভোগী পরিবারের সদস্য নাজমা বেগম, ছাত্রদল নেতা রবিউল করিম, সাকিব হাসান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গা বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তাছাড়া জুলাই-আগস্ট বিল্পবে নিজের জীবন বাজি রেখে ঢাকার সভা-সমাবেশে অংশগ্রহণ করেন। কিন্তু পারিবারিক বিরোধের জের ধরে আপন ভাতিজা ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে আপন চাচা রাঙ্গাকে ঢাকার সূত্রাপুর ও বনানী থানায় তিনটি হত্যা মামলায় জড়িয়ে দেন। আর ফয়সাল আহমেদের পিতা আবু জাহিদও স্থানীয় আওয়ামী লীগ নেতা। পরবর্তীতে হত্যা মামলায় গত ২৮ ডিসেম্বর বিএনপি নেতা রাঙ্গাকে তার নিজ গ্রামের বাড়ি নাটোরের বাঁশবাড়িয়া থেকে গ্রেফতার করে পুলিশ। অবিলম্বে রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ ষড়যন্ত্রকারী ফয়সাল আহমেদের বিচার দাবী করেন তারা।
Discussion about this post