নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর মোহাম্মাদপুরে বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার মধ্যরাতে মোহাম্মাদপুরের আদাবরে ১৬ নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে এই স্বর্ণালঙ্কার লুট করা হয়। তবে ইতোমধ্যে লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণালংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তারও করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মাহিন ও রেহান।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া জানান, শুক্রবার দিনগত রাতে আদাবর ১৬ নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুট করে দুর্বৃত্তরা। ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে এজাহার দায়ের করেন। এরপর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুজনকে গ্রেপ্তার করে। এ সময় লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণের মধ্যে ৩২ ভরি উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণগুলো উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান ওসি এস এম জাকারিয়া।
Discussion about this post