নিজস্ব প্রতিবেদক :: নেত্রকোনার খালিয়াজুরীতে নাশকতার মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে ভোর ৪টার দিকে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক মো. আব্দুল করিমের নেতৃত্বে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া অন্য আসামিরা হলেন- খালিয়াজুরী সদরের গোপাল দেবনাথের ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাজেশ্বর দেবনাথ (৩২), দুলাল করের ছেলে উপজেলা ছাত্রলীগ কর্মী সাগর কর (২৬) ও একই উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুল হেকিম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে বিএনপির অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে গত বছরের ২০ সেপ্টেম্বর মইনুল ইসলাম রিকন বাদী হয়ে খালিয়াজুরী থানায় ৪৮ জনের নাম উল্লেখসহ ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Discussion about this post