স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনাবাড়ী মেট্রো থানা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহানুর রহমান সোহানকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কোনাবাড়ী মেট্রো থানাধীন আমবাগের আতাউর মার্কেট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহান মহানগরীর আমবাগ এলাকার সামসুল হকের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী মেট্রো থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে গোপনে মিটিং করার প্রস্তুতি নিচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে নাওজোড় হাইওয়ে থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Discussion about this post