নিজস্ব প্রতিনিধিঃ ছিনতায়ে বাধাঁ দেওয়ায় শিল্প নগরী টঙ্গীর আলোচিত কেরানিরটেক বস্তিতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় এই হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের দাবী আমতলী ও টঙ্গী রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীদের বাঁধা দেওয়ায় পরিকল্পিত ভাবে এই হামলা করা হয়েছে।
এঘটনায় টঙ্গী পূর্ব থানায় পৃথক দুটি অভিযোগ করেছে উভয় পক্ষ।
অভিযোগ সুত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গীর কো অপারেটিভ ব্যাংক মাঠ বস্তির কয়েকজন যুবক আমতলী ও রেলস্টেশন এলাকায় প্রতিনিয়ত ছিনতাই করছে। স্থানীয়রা তাদের বাঁধা দিলে ব্যাংকের মাঠের রনির নেতৃত্বে বুইদ্দা শাকিল, কাইল্লা শাকিল, জিসান, রনি ওরফে ছোট রনি, চোর আক্তার, জয় সহ একদল সন্ত্রাসী মঙ্গলবার দিবাগত মধ্য রাত থেকে বুধবার সকাল পর্যন্ত কেরানির টেক বস্তিতে হামলা চালায়।
এসময় বস্তির দোকানপাট, বাসা বাড়িতে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ভাংচুর করে এবং টিনশেড ঘরগুলোতে কুপিয়ে তচনচ করে। সন্ত্রাসীদের বাঁধা দিতে গিয়ে আহত হন স্থানীয় দোকানদার আমির, গরু খামারের কর্মচারী সালাউদ্দিন সহ বেশ কয়েকজন। এসময় সন্ত্রাসীরা বেশ কয়েকটি ঘরবাড়ি ভাংচুর চালায় ও দুইটি মোটরসাইকেল ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, বস্তিতে হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Discussion about this post