স্টাফ রিপোর্টারঃ সুখের স্মৃতি রেখ মনে, দুঃখের স্মৃতি যেও ভুলে, মিশে থেকো আপন জনে, মান অভিমান সব ভুলে, আশার প্রদীপ রেখো জেলে, হাজার সূর্য তোমার চোখে, সবাই মিলে থেকো সুখে। নতুন আশা নতুন প্রাণ, নতুন সুরে নতুন গান, নতুন জীবনের নতুন আলো, নতুন বছর কাটুক ভালো এই কামনায় দেশবাসীসহ গাজীপুর সদর মেট্রো থানার সর্বস্তরের জনগনকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান। এ বিশেষ দিনটি উপলক্ষে অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আমি ২০২৫ ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে আমার প্রিয় থানাসহ দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক। আপামর জনসাধারণের নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে। সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন। তিনি আরও বলেন, বাংলাদেশ এর উজ্জ্বল ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল অপশক্তি, মাদক, সন্ত্রাস ও জংঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ নিরলস ভাবে কাজ করে যাবে এবং তার পাশাপাশি বাংলার জনগণ সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে। এটাই হোক নতুন বছরের প্রত্যাশা। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা; শুভ ইংরেজি নববর্ষ ২০২৫।
Discussion about this post